Monday, August 21, 2023

মাতাল প্রেমিক

মাতাল হয়ে একদিন ঈশ্বরকে বলেছিলাম,
সুখ এনে দাও; আমি ভালোবাসা শিখে নিবো।
ঈশ্বর সুখ এনে দিয়েছিলো ঠিকই,
আমি ভালোবাসতে পারিনি তবুও।

চাঁদ-সূর্যের হিসেব কষতে কষতে যখন
মৃত্যুর দুয়ারে এসে জীবন ছেড়েছে হাল!
আমি দেখেছি-ভেবেছি; জেনেছি সর্বজ্ঞানে –
চাওয়াটাই ছিলো ভুল; এ জীবন নদীর পাড়।

আমি চাইনি প্রেম, খুঁজিনি হৃদয়;
জীবন গেলো স্বার্থের উপর।
ঈশ্বর তবু অপ্রেমিক নয়! —
বেসেছে ভালো, দিয়েছে হৃদয়।

প্রভুর সেই একতরফা প্রেমে,
আমি শুধু খুঁজিনি তাঁরেই।
খুঁজেছি সুখ, খুঁজেছি শান্তি; —
অথচ শান্তির ঠিকানা ‘ইসলাম’ জানি। 

No comments:

Post a Comment

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...