শশ্মান আমার ভিটা না।
তোমরা আমাকে ঘরহীন করায়,
শশ্মানে ঠায় নিতে বাধ্য আমি।
তোমরা কি অন্য কোথাও যেতে বলছো?
রেলস্টেশন, সদরঘাট, ফুটওভারব্রীজ?
সব ঘরহীনদের একঘরে করতে চাইছো?
ঘর ছাড়া কি একঘরে হয়?
তোমরা আমার ঘর কেড়ে,
ঘুমের জায়গা নিয়ে ভাবো?
ভাবো? নাকি তাচ্ছিল্য করো?
ঠাট্টা করো? — উপহাস?
শশ্মানে আমি লাশ দেখি
পুড়া মানুষের গন্ধ শুকি
বৃষ্টিস্নাত ছাইয়ের স্পর্ষ মাখি
মৃত আত্মার গল্প শুনি
এবং তার দুঃখ খাই।
No comments:
Post a Comment