Thursday, July 7, 2022

Comfortably Numb - Pink Floyd

Comfortably Numb - Pink Floyd

হ্যালো—, হ্যালো
কেউ আছো এইহানে?
শুনতাছো? একটু খালি আওয়াজ দেও।
কেউ আছো ঘরে?
একটু বাইর হইয়া আসো,
শুনলাম তুমি মন খারাপ কইরা আছো।
আইচ্ছা, আমি তোমার কষ্ট মুইছা দিমু।
তোমারে আগের মত সহজ কইরা দিমু।
বসো,
তোমার দুঃখ বুঝার লাইগা,
আগে কিছু কথা কইয়া লও,,
তুমি কি দেখাইতে পারবা,
কোনখানে দুঃখটা তোমার?

মুইছা যাওয়ার মত কোনো দুঃখ না এইটা,
দূরের জাহাজ থাইকা উইড়া যাওয়ার ধোয়ার মত
আপনি শুধু বাতাসে ভাইসা আইছেন।
আপনার ঠোঁট ঠিকই নড়তাছে,
কিন্তু আমি কিছু শুনতাছি না।
আমি যখন ছোট ছিলাম, আমার একডা অসুখ ছিলো,
আমার হাত দুইডা ছিলো, বেলুনের মতো নরম।
সেই মনের অসুখটা এখনও আমার মাঝেমধ্যেই হয়।
আমি না পারমু আপনারে বুঝাইতে,
না পারবেন আপনি আমারে বুঝতে।
দেইখা মনে হইলেও, আমি আসলে এতো সুখী না।
আমি, আমি শুধু এইটারে অভ্যাস বানাইয়া ফালাইছি।

আচ্ছা—,
যদি শুধু হালকা হওয়ার লাইগে একটুখানি কইতা,
একটু খালি উসফাস লাগতো। কিন্তু,
একটুখানি চেষ্টা কইরা দেহো।
আমি কইতাছি তুমি সুখী হবা।
তোমারে দৃশ্যের মতো রাস্তা দেখায়া দিবো,
বাইর হইয়া আহো, সময় তো চইলাই যায়।

মুইছা যাওয়ার মত কোনো দুঃখ না এইটা,
দূরের জাহাজ থাইকা উইড়া যাওয়ার ধোয়ার মত
আপনি শুধু বাতাসে ভাইসা আইছেন।
আপনার ঠোঁট ঠিকই নড়তাছে,
কিন্তু আমি কিছু শুনতাছি না।
আমি যখন ছোট ছিলাম,
একটা অবসাদবিহীন নির্মল অনুভূতি ছিলো।
ভাবনার আড়ালে মাঝেমধ্যেই চোক্ষে ভাসে।
চোখ খুইলা দেখতে গেলেই হারায়া যায়।
আমি আর হাত বাড়াইয়া ধরতে পারি না।
ছোট্ট বাচ্চাডা বড় হইয়া গেছে,
তার স্বপ্নটাও হারায়া গেছে।
আমি, আমি শুধু এইটারে অভ্যাস বানাইয়া ফালাইছি।

No comments:

Post a Comment

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...