আমি যদি ঘাস হতাম,
সকালের শিশিরে নিজেকে ভিজিয়ে তৃষ্ণা মিটাতাম;
কিংবা, নরম বাতাসে চোখ মেলে আকাশ দেখতাম।
আমি যদি প্রজাপতি হতাম,
গাছের পাতার মতো ডানা ঝাপটে উড়ে যেতাম বিলের ধারে;
কিংবা, মিশে যেতাম এক ঝাঁক ফড়িংয়ের মাঝে।
আমি যদি জোনাকপোকা হতাম,
সন্ধ্যের পরে খেলা করতাম শিশুদের সাথে;
কিংবা, নদীর উপর নাচতে নাচতে প্রতিবিম্ব দেখতাম নিজের।
আমি যদি দুঃখ হতাম,
চলে যেতাম বহুদূরে, যতদূর গেলে অভিকর্ষ পারবে না ফিরাতে;
কিংবা, ঝাপ দিতাম আগুনে; আগুনে কি দুঃখ পুড়ে?
আমি যদি সুখ হতাম,
ছড়িয়ে যেতাম পৃথিবীর সকল হৃদয়ে;
কিংবা, মিশে যেতাম বৃষ্টির সাথে।
No comments:
Post a Comment