Wednesday, July 21, 2021

ধ্বংস হোক পৃথিবীর সকল উন্নত জীবনধারা

কনডমের জমুক পাহাড়,
তবু অমানুষের জন্ম না হোক।
বন্ধ হয়ে যাক পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠান,
তবু অহংকারের পতন হোক।
ধ্বংস হয়ে যাক শহরের সব উঁচু নিচু দালান,
তবু ব্যবধানের পরাজয় হোক।
মানুষের সৌন্দর্য হোক বায়বীয়,
তবু নিষ্ক্রিয় হোক দেহের গড়ন-রঙ।
গ্রামে-বন্দরে পতিতাবৃত্তি শুরু হোক,
তবু বন্ধ হোক এ মিথ্যে প্রেমের অভিনয়।
মানুষের মৃত্যু হোক অকালে,
তবু বয়সের অবহেলা দূর হোক।
মানুষ হোক পশুদের মতো,
সবকিছু ভুলে মনে রাখুক ভালোবাসা।

No comments:

Post a Comment

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...