Tuesday, April 11, 2023

জীবনতত্ত্ব

যে দুঃখকে আমি সুখ ভেবে প্রতারিত হয়েছি বারংবার,
সেই দুঃখকে ভালোবেসে সুখের করেছি অবহেলা।
যে সুখকে আমি দুঃখ জেনে কষ্ট পেয়েছি রোজ,
সেই সুখের অভিমানে দুঃখ আমার বারোমাস পাশে রয়।

যে পরকে আমি আপন ভেবে, আপনকে করি পর,
সেই পর কেউ আমার নয় কো দাদাই,
সেই পর কেউ আমার নয়।
যে আপনকে আমি পর ভেবে, পরকে করি আপন,
সেই আপনই আমার সব গো দাদাই,
সেই আপনই আমার সব।

যে প্রেমকে আমি ঘর ভেবেছি, সেই ঘর সত্য নয়।
যে প্রেমকে আমি ধ্বংস করেছি, সেই প্রেম মিথ্যে নয়।
ঘরে তবু প্রেম জাগে, আসল কিংবা নকল।
প্রেম বড় সহজ গো দাদাই, তবু কেন এতো কম?

[ এই কবিতাটা এভাবে ইমাজিনেশান করে লিখেছিঃ আমার নাতি-নাতনিদের সাথে সন্ধ্যায় নদীপাড়ে বসে ব্যাক্তিগত জীবনের ফিলোসোফি নিয়ে গল্প করতে করতে কবিতা শুনাচ্ছি আর ব্যাখ্যা করছি। ]

No comments:

Post a Comment

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...