আমি একটা বিষয় খেয়াল করলাম, যখন আমি একা থাকি তখন খাবার নিয়ে একদমই উৎসাহ নাই। পোশাক বা অন্যান্য কিছুও কেয়ার করি না। আজকেও রাত নয়টা পর্যন্ত আগারগাঁও আইসিটি ভবনের সামনে থেকে লুঙ্গি পরে ঘুরে আসলাম। ঘরবাড়ি আসবাবের দিকেও আমার উৎসাহ নাই। ঘুমানোর জন্য একটা চৌকি, চাদর আর শীতের দিনে কাথা হলেই হলো। "দ্যা আলকেমিস্ট"-এর সান্তিয়াগোর মতো বইকে বালিশ বানিয়ে ঘুমানোতে আমি অভ্যস্ত। তারপরেও আমার ভালো খেতে হয়, খাই। ভালোভাবে থাকতে হয়, থাকি। ঘরবাড়ি বানাতে হয়, বানাই। এতো কম ডিমান্ড থাকার পরেও আমি বেশি স্যালারীর চাকরীর জন্য জীবনের এতগুলো বছর কাটিয়ে দিচ্ছি। কেনো? কারণ আমি চাই, আমার আশেপাশের মানুষ যেনো তাদের ডিমান্ড গুলো পূরণ করতে পারে, আরেকটু ভালো থাকতে পারে। কিন্তু অন্য কোনো মানুষের জন্য কেনো আমি এইসব করবো? কারণ আমি তাদেরকে ভালোবাসি। তাহলে আমি কি আমার ভালোবাসার মানুষগুলোর ডিমান্ড পূরণ করার জন্যই এসেছি? নাহ! এর বাইরেও আমার এবং আমাদের সবার নিজস্ব জীবন থাকে। অনেক জ্ঞানের শূণ্যতা থাকে, যা পূরণ হলে আমরা শান্তি পাই। এইটা হলো প্যাশন। আর চাকরীটা হলো ক্যারিয়ার। কারো যদি প্যাশন আর ক্যারিয়ার দুইটাই একই হয়, তাহলে সে ভাগ্যবান। আর যাদের দুটো আলাদা হয়, তারা অভাগা; বিষয়টা এমনও না। তাদের উচিৎ ক্যারিয়ারের বাইরেও কিছু সময় রাখা, যাতে সে প্রকৃত শান্তিটা পায়। অভাগা তারা, যারা জানে না তাদের প্যাশন কিসে।
Subscribe to:
Post Comments (Atom)
অন্ধের অন্ধকার
বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...
-
ভেঙে যাওয়া তামাকের ধোঁয়া তবু পথ চিনে, আমার এ হৃদয় তবে কেন অন্ধকার প্রিয়! অন্য কারোর নয়; স্বয়ং আমার নিজের— বিশ্বাস ভুলে গেছে গোপন ইতিহাস, আত্...
-
বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...
-
শশ্মান আমার ভিটা না। তোমরা আমাকে ঘরহীন করায়, শশ্মানে ঠায় নিতে বাধ্য আমি। তোমরা কি অন্য কোথাও যেতে বলছো? রেলস্টেশন, সদরঘাট, ফুটওভারব্রীজ? সব...
No comments:
Post a Comment