মাঝরাতে চাঁদের আলোয়
হিমু হয়ে যারে নীলা আঁকি
তারে আমি ভালোবাসি
মনের টানে ঘরে ফিরে
যার সোহাগে শান্তি খুঁজি
তারে আমি ভালোবাসি
গহীন রাতে বইয়ের ভাঁজে
যার চুলের আদর খুঁজি
তারে আমি ভালোবাসি
মনের ভুলে ভুল করিলে
যার নিশ্বাস বুকে খুঁজি
তারে আমি ভালোবাসি
ঘুমোবোর আগে শেষ পলকে
যারে আমি ভীষণ খুঁজি
তারে আমি ভালোবাসি
ঘুমের পরে শান্ত ভোরে
প্রথম আমি যারে খুঁজি
তারে আমি ভালোবাসি
No comments:
Post a Comment