একটা ঘর বানাতে চাই, যেখানে-
অদূরে থাকবে স্বচ্ছনদী,
কিনারা ঘেঁষে বালির চিকচিক;
কাশফুলের সাদা রঙের দোল,
দূর্বাঘাসে ছেয়ে যাবে মরুভূমি।
একটা মানুষের সঙ্গ চাই, যে-
পড়ন্ত বিকেলের ঠাণ্ডাবাতাসে
নীল শাড়ি নীল চুড়ি পড়ে
সুরেলা বাতাসে আবেগ উড়াবে।
ঘনিয়ে আসা আধারে কালো চুল উড়াবে,
ঐপাশের সাদা কাশফুল তার সঙ্গ দিবে।
একজোড়া চোখ চাই, যেখানে-
আমার নির্ঘুম চোখ ভুলে যাবে আমাবস্যা,
সঙ্গ দিবে আমার চন্দ্রবিলাসীতার।
বুঝে নিবে সকল ভাষার দায়ভার;
মলিন থাকবে আমার অপেক্ষায়,
অশ্রু ঝরবে আমার ভালবাসায়।
No comments:
Post a Comment