ফুটপাত, সমান্তরাল ল্যামপোষ্ট,
পথিকের চোখ, খুঁজে নেওয়া আকাশ;
রং বদলে দেওয়া সোডিয়াম আলো।
শব্দের শরীরে মিশে থাকা, 
চলমান যান্ত্রিক কোলাহল, যানজট;
এবং ভীড়ের মাঝে একাকিত্বতা।
উঁচু নিচু দালানের জানালায়,
মাঝরাত্তিরের কান্না;
ঘুম কেড়ে নেয় চাঁদ;— আলোতে মিলায়।
এত এত রঙ, এত এত কোলাহল,
জানান দেয় এই শহর বেঁচে আছে।
তবু এ শহর বেঁচে থাকে !
বেঁচে থাকে এই শহরের চিড়িয়াদের
বিভ্রান্তিকর  হাসিমুখ, দ্বিতীয় মুখ।
 
No comments:
Post a Comment