উদ্যানে প্রেম, প্রেমের সংশয়।
গাঢ়ত্ব হারায় প্রেমিকার ঠোটের রং
প্রেমিকার লজ্জামাখা চোখ,
প্রেমিকের বিলাসী চাহনি।
ভেসে যাওয়া শীতল হাওয়া বেখেয়াল ,
প্রেমিকার চুলের গন্ধ প্রকট।
শরীরের দেওয়াল ঘেষে জন্ম নেওয়া প্রেম,
তবু প্রেম বেঁচে থাকে মানবীর শরীরে।
এ প্রেম খুন হয় ক্যালেন্ডারে ক্যালেন্ডারে।
উচ্ছিষ্ট হয় গোলাপ, প্রেমিকার প্রেম,
অচেনা হয় প্রেমিক, অপচয় হয় প্রেম।
No comments:
Post a Comment