নিজেকে এতোটা ভালোবাসি, এতোটা ভালোবাসি
যতটা ভালোবেসে কোনো বুলেট ছুটে যায় হৃদপিন্ডে।
নিজেকে এতো ঘৃণা করি, এতো ঘৃণা করি
যতটা ঘৃণা করলে নর্দমায় ফুটে উঠে একটি ফুল।
নিজের সাথে নিজের বনিবনা হয়নি বলে,
বারংবার গলা চেপে ধরেছি নিজের আত্মার।
শ্বাসবদ্ধ আত্মা তখন থুথু ফেলে আমার চোখে;
তখন আমার ঘোর কাটে। তারপর,
নিজের আত্মার গলা থেকে হাত নামিয়ে
থুথুমাখা চোখে ঝাপসা ঝাপসা দৃশ্য দেখি,
নিজের থেকে নিজে কতটা দূরে ছুটে গেছি।
দীর্ঘশ্বাস ফেলে আত্মা জিজ্ঞেস করে,
"ভালোবেসে কখনো জড়িয়ে ধরেছিস নিজেকে?"
অন্ধকারকে যতটা ভালোবাসি,
ততটা ভালো নিজেকে বাসতে পারিনি বলে,
সূর্যের সকল আলো আমাকে করেছে অবহেলা।
যে আলোর ভয়ে অন্ধকারের কুয়ো থেকে বের হইনি কোনোদিন,
সেই আলোর অভাবেই কখনো দেখতে পারিনি নিজেকে।
এইসব বিভ্রান্তময় ঘোরের দিন শেষ হলে,
বেঁচে থাকার সাহস নিয়ে অন্ধকারের কুয়ো থেকে বের হলাম একদিন।
তারপর আমি দেখতে পারি,
নিজেকে সুখী রাখার সবকটি গুপ্তমন্ত্র নিজের শরীরেই লেখা।
No comments:
Post a Comment