রাখালের ক্যানভাস
Thursday, March 14, 2024
অন্ধের অন্ধকার
Wednesday, November 29, 2023
অবশিষ্ট হৃদয়ের শব্দহীন চিৎকার
Friday, November 24, 2023
সুখী নির্বাসন
Monday, August 21, 2023
মাতাল প্রেমিক
Tuesday, August 8, 2023
Had a friend once, in a room
গ্লাসে হুইস্কি ঢেলে এক কিউব আইস ছেড়ে দিয়ে চেয়ারে এলিয়ে পরলো ইরিকা। বিছানায় পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে মনের সুখে তামাকের শেষ টানের ধোঁয়া ছাড়লো রবি। ধীরে ধীরে গ্লাসের সবটুকু হুইস্কি শেষ করে কম্পিউটারে "এনাদার নাইট টু ক্রাই" গান ছেড়ে চেয়ার ঘুরিয়ে রবির দিকে মুখ ঘুরালো ইরিকা। জানালার কাচে লেগে আছে ছিটকে আসা বৃষ্টির পানি, সেই পানি গাল বেয়ে নেমে আসা চোখের পানির মতো গড়িয়ে পরছে। নেমে আসা সেই পানি থেকে চোখ সরিয়ে ইরিকার দিকে তাকালো রবি। বললো, "শুধু মানুষ নয়; এই শহর, এই গ্রাম, এই পৃথিবীও মনে হয় কাঁদে। সেই কান্নার জলে কেউ কেউ খুঁজে নেয় আনন্দ, আর যারা আনন্দ খুঁজতে জানে না- তাদের জন্য প্রকৃতির এই কান্না ভীষণ বিরক্তিকর।" একটা সিগারেট ধরিয়ে ফুসফুস ভরে ধোঁয়া টেনে নিয়ে ইরিকা প্রশ্ন করলো, "যারা আনন্দ খুঁজে নিতে জানে, তাদের কাছে কি প্রকৃতির কান্না বিরক্তিকর হতে পারে না?"
কম্পিউটারের স্ক্রিনের আলো আর জানালা ভেদ করে আসা চাঁদের আলোয় ঘরের অন্ধকার কেটে গেলেও, ঠিক আলোকিত ঘর বলা যায় না। তবু দুজন দেখতে পারছে দুজনের চোখ, মুখ, ঠোঁটের কম্পন। অলস দৃষ্টিতে ইরিকার দিকে তাকিয়ে আছে রবি। পলকবিহীন চোখে ইরিকা চেয়ে আছে রবির চোখে। যেনো মানুষ নয়, কোনো শিল্পীর তৈরী ভাষ্কর্যের চোখ দেখে বুঝার চেষ্টা করছে, শিল্পী এখানে কোন চরিত্রটি তুলে ধরতে চেয়েছেন। দুজনেই চুপচাপ, প্লে লিস্টের গান বদলে বাজতে শুরু করলো "হোয়েন এ ব্লাইন্ড ম্যান ক্রাইস"।
দুজনের নীরবতা কাটাতে রবি চোখ ঘুরিয়ে ইরিকার সমস্ত মুখ দেখে নিয়ে প্রশ্ন করলো, "কি দেখছো?"। প্রশ্নটা ইরিকার চোখ বা চোখের দৃষ্টি কোনোটাকেই নাড়া দিলো না। শুধু ঠোঁট নেড়ে মৃত মানুষের মতো উত্তর দিলো, "দেখছি না, ভাবছি। ভাবছি, মানুষের সাথে মানুষের শেষ দেখা কবে হয়েছিলো!"।
Friday, June 16, 2023
বাবাদের ঘরে ফেরা
Friday, May 26, 2023
The Last Poem – II
The Last Poem - I
মাঝরাতে চাঁদের আলোয়
হিমু হয়ে যারে নীলা আঁকি
তারে আমি ভালোবাসি
মনের টানে ঘরে ফিরে
যার সোহাগে শান্তি খুঁজি
তারে আমি ভালোবাসি
গহীন রাতে বইয়ের ভাঁজে
যার চুলের আদর খুঁজি
তারে আমি ভালোবাসি
মনের ভুলে ভুল করিলে
যার নিশ্বাস বুকে খুঁজি
তারে আমি ভালোবাসি
ঘুমোবোর আগে শেষ পলকে
যারে আমি ভীষণ খুঁজি
তারে আমি ভালোবাসি
ঘুমের পরে শান্ত ভোরে
প্রথম আমি যারে খুঁজি
তারে আমি ভালোবাসি
Friday, April 28, 2023
প্যাশন এবং ক্যারিয়ার
আমি একটা বিষয় খেয়াল করলাম, যখন আমি একা থাকি তখন খাবার নিয়ে একদমই উৎসাহ নাই। পোশাক বা অন্যান্য কিছুও কেয়ার করি না। আজকেও রাত নয়টা পর্যন্ত আগারগাঁও আইসিটি ভবনের সামনে থেকে লুঙ্গি পরে ঘুরে আসলাম। ঘরবাড়ি আসবাবের দিকেও আমার উৎসাহ নাই। ঘুমানোর জন্য একটা চৌকি, চাদর আর শীতের দিনে কাথা হলেই হলো। "দ্যা আলকেমিস্ট"-এর সান্তিয়াগোর মতো বইকে বালিশ বানিয়ে ঘুমানোতে আমি অভ্যস্ত। তারপরেও আমার ভালো খেতে হয়, খাই। ভালোভাবে থাকতে হয়, থাকি। ঘরবাড়ি বানাতে হয়, বানাই। এতো কম ডিমান্ড থাকার পরেও আমি বেশি স্যালারীর চাকরীর জন্য জীবনের এতগুলো বছর কাটিয়ে দিচ্ছি। কেনো? কারণ আমি চাই, আমার আশেপাশের মানুষ যেনো তাদের ডিমান্ড গুলো পূরণ করতে পারে, আরেকটু ভালো থাকতে পারে। কিন্তু অন্য কোনো মানুষের জন্য কেনো আমি এইসব করবো? কারণ আমি তাদেরকে ভালোবাসি। তাহলে আমি কি আমার ভালোবাসার মানুষগুলোর ডিমান্ড পূরণ করার জন্যই এসেছি? নাহ! এর বাইরেও আমার এবং আমাদের সবার নিজস্ব জীবন থাকে। অনেক জ্ঞানের শূণ্যতা থাকে, যা পূরণ হলে আমরা শান্তি পাই। এইটা হলো প্যাশন। আর চাকরীটা হলো ক্যারিয়ার। কারো যদি প্যাশন আর ক্যারিয়ার দুইটাই একই হয়, তাহলে সে ভাগ্যবান। আর যাদের দুটো আলাদা হয়, তারা অভাগা; বিষয়টা এমনও না। তাদের উচিৎ ক্যারিয়ারের বাইরেও কিছু সময় রাখা, যাতে সে প্রকৃত শান্তিটা পায়। অভাগা তারা, যারা জানে না তাদের প্যাশন কিসে।
ঘোরতত্ত্ব
Tuesday, April 11, 2023
জীবনতত্ত্ব
Sunday, April 9, 2023
বিষণ্ণ সুন্দর রাত
Sunday, March 19, 2023
আত্মপরিচয়
Friday, March 17, 2023
যেভাবে বেঁচে থাকি আমরা
Thursday, March 9, 2023
দুঃখের হাস্যধ্বনি
অন্ধের অন্ধকার
বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...
-
ভেঙে যাওয়া তামাকের ধোঁয়া তবু পথ চিনে, আমার এ হৃদয় তবে কেন অন্ধকার প্রিয়! অন্য কারোর নয়; স্বয়ং আমার নিজের— বিশ্বাস ভুলে গেছে গোপন ইতিহাস, আত্...
-
বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...
-
শশ্মান আমার ভিটা না। তোমরা আমাকে ঘরহীন করায়, শশ্মানে ঠায় নিতে বাধ্য আমি। তোমরা কি অন্য কোথাও যেতে বলছো? রেলস্টেশন, সদরঘাট, ফুটওভারব্রীজ? সব...