মেলাদিন পরে আবার আমার মনে পড়লো,
আমি তোমারে ভালবাসতাম!
মেলাদিন পরে আবার আমার মনে পড়লো,
তোমারে কাছে ডাকতাম, পাশে চাইতাম।
তোমার গলার একটা গান শোনার লাইগা
মাঝরাইতে কেমনে হাসাইতাম।
তুমি কি এখন মাঝরাইতে গান গাও না?
রাইতের খাবারের কথা ভুইলা যাও না?
বিকাল সন্ধ্যায় বাসা থাইকা বাইর হইলে,
তোমার বাসার সামনের গলির মোড়ে
আমারে খুঁজো না?
নাকি তোমার মতোন,
তোমার বাসাটারেও বদলাইয়া ফালাইছো!
মেলাদিন পরে এখনও আমার মাঝেমধ্যে অসুখ হয়
জ্বর মাপার উছিলায় এখন কি আর তোমার
আমার কপাল ছুঁইতে ইচ্ছা করে না?
বেলপুরির বাহানায় গলির মোড় ঘুড়াইয়া
এখন কি আর রাস্তা বাড়াইতে মন চায়না?
"আমি শুনেছি সেদিন তুমি" গানটা হুনলে,
আমার কথা মনে পড়ে না?
নাকি গানটাই আর হুনো না, গাও না?
দ্যাহো আমিও কেমন বদলাইয়া গেছি,
“বিদ্রোহ আর চুমুর দিব্যি”-তে তোমারে চাইনা।
অথচ দ্যাহো,
তোমার রবীন্দ্রনাথ বদলায় নাই
আমার জীবনানন্দ দাশও বদলায় নাই
তোমার নীল আসমান বদলায় নাই
আমার রাইতের আন্ধারও বদলায় নাই
তোমার মতোন,
তোমার ভেজা চুলের গন্ধটাও কি বদলায়া গ্যাছে?
মেলাদিন পরে এখনও আমার কাছে,
"প্রেমিকা" শব্দটার চেয়ে তোমার নামটা প্রিয়।
তোমার দেওয়া আমার ডাকনামটা কি ভুইলা গেছো?
নাকি অন্য কাউরে দিয়া দিছো?
আচ্ছা, মানুষ বদলায়া ভালোবাসান যায়?
ভালো যদি বারবার বহুজনরে বাসা যায়
তাইলে আমরা তারে ভালোবাসা বলি ক্যান?
আমি জানি ভালোবাসা হইলো তোমার মতন,
যার কোন বিকল্প নাই, অন্যত্র নাই।
আচ্ছা, তুমি এহন যেই শহরে থাহো,
সেই শহরে কেউ বকুল কুড়ায়া আনে?
তুমি এহন যেই রাত্তিরে জাগো,
সেই রাত্তিরে কেউ গান শোনার আবদার করে?
আজকাল যখন ঘুমায়া থাকো,
তোমার ঘুম জড়ানো কণ্ঠ শোনার লাইগা ফোন আসে?
বিকালের আসমানে মেঘ করলে,
বৃষ্টির প্রার্থনা নিয়া কেউ রাস্তায় দাড়ায়া থাকে?
অথচ আমি জানি,
আমি তোমারে ভালবাসি না
এম্নে কি ভালোবাসান যায়?
No comments:
Post a Comment