পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রজাপতি যদি জানতো,
সে বিশ্বের সমগ্র সৌন্দর্যকে ধারণ করে।
তাহলে নিজেকে লুকিয়ে রাখার অপরাধে,
অন্ধকারে বিসর্জন দিতো উড়ে বেড়ানোর আনন্দকে।
অথচ সে নিজের সৌন্দর্যকে জানে না বলেই,
সৌন্দর্যের লোভে ঘুরেফিরে অসুন্দরেও আনন্দে হাসে।
পৃথিবীর প্রতিটা মুহুর্ত নতুন করে জন্ম নেয়।
পৃথিবীর প্রতিটা হাসি নতুন করে জন্ম নেয়।
পৃথিবীর প্রতিটা প্রেম নতুন করে জন্ম নেয়।
নতুন করে জন্মায় না শুধু মানুষ, তবু
নতুন করে জন্ম নেয় মানুষের সবকিছু;
নতুন করে জন্ম নেয়, তোমার আমার--
ঠোঁটের কোণের হাসি, চোখের মিথ্যে পানি,
আমাদের যত ভুল ভালোবাসাবাসি,
প্রেমের মুখোশ পরে অপ্রেমের অনুভূতি।
গভীর অন্ধকারে পৃথিবীর চুম্বনে বুঝেছি,
নিজেরাই তো নিজেদের খুনী।
আমি বলি এইসব ভুলে চলো, একটুখানি বাঁচি
যেমন করে বেঁচে থাকে,
পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রজাপতি।
যেমন করে বেঁচে থাকে,
সদ্য জন্মানো ছোট্ট শিশুটি।
No comments:
Post a Comment