Monday, March 28, 2022

হৃদয়ের বসতবাড়ি

শরীরতত্ত্বের ডাক্তারেরা কি বলতে পারবে?
হৃদয়ের বসতবাড়ি কোথায়?
শরীর থেকে কতদূর?
আত্নার সাথে তার কি অমিল?
হৃদপিণ্ডের খুব কাছে?
ডাক্তারেরা বলবে, মগজের হাইপোথ্যালামাসে।
বিশ্বাস করো প্রিয়তমা, ওসব ভুল কথা
আমার তো বুকের ঠিক ঐখানটাই ব্যথা,
যেইখানে তুমি কান পেতে শুনতে চাইতে, "ভালবাসি কিনা!"

No comments:

Post a Comment

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...