শরীরতত্ত্বের ডাক্তারেরা কি বলতে পারবে?
হৃদয়ের বসতবাড়ি কোথায়?
শরীর থেকে কতদূর?
আত্নার সাথে তার কি অমিল?
হৃদপিণ্ডের খুব কাছে?
ডাক্তারেরা বলবে, মগজের হাইপোথ্যালামাসে।
বিশ্বাস করো প্রিয়তমা, ওসব ভুল কথা
আমার তো বুকের ঠিক ঐখানটাই ব্যথা,
যেইখানে তুমি কান পেতে শুনতে চাইতে, "ভালবাসি কিনা!"
No comments:
Post a Comment