Monday, March 28, 2022

এ শহর বড্ড মিথ্যেবাদী

আমার হৃদয় বলছে তুমি আছো,
আমার শরীরে তোমার ছুঁয়ে যাওয়া স্পর্শ বলছে তুমি আছো।
আমার অবচেতন মন বলছে তুমি আছো।
আমার স্বপ্ন বলছে তুমি আছো।
অথচ এই শহর বলছে তুমি নেই।

প্রিয়তমা, তুমি ফিরে আসো,
ফিরে আসো হৃদয়ের খুব কাছে।
চোখে চোখ রেখে বলে যাও,
এ শহর বড্ড মিথ্যেবাদী।

No comments:

Post a Comment

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...