যত্ন করে প্রতি সন্ধ্যায় মদ ডালতাম গাছের গোড়ায়।
সিগারেটের ছাইকে ছিটিতে দিতাম প্রতিটি শাখা-প্রশাখায়।
হাজার বছর চাষাবাদের পর গাছে একটু ফুল ফুটলো,
পৃথিবীর শেষ প্রেমিক এসে ফুলটি ছিড়ে নিয়ে
তার প্রেমিকাকে উপহার দিয়ে বললো, "ভালোবাসি"।
পৃথিবীর শেষ প্রেমিকা ফুলের নাম দিলো 'গোলাপ'।
তারপর ফুলটি বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে গেলো পৃথিবীর প্রেম।
এরপর থেকে আমরা প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য,
সকলেই হয়ে গেছি কর্পোরেট প্রেমিক-প্রেমিকা।
No comments:
Post a Comment