Tuesday, March 29, 2022

তাত্ত্বিক প্রেমিক

আমার একজন তাত্ত্বিক প্রেমিকা প্রয়োজন।
যে প্রেম নয়, প্রেমতত্ত্ব নিয়ে আসবে।
যার সাথে কথা হবে কবিতায় কিংবা চোখে
চুমু হবে কথাদের ঘর্ষণে, যুক্তির ওলট-পালটে
মন চাইলে কাছে আসবে দিনে একশোবার
কিংবা দূরে থাকবে একশো বছর,
তারপর হঠাৎ একদিন মন চাইলেই,
হুট করে এসে বলবে "ভালবাসি"
এ নিয়ে কারো কোনো অভিমান থাকবে না। 

No comments:

Post a Comment

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...