আমি একটি কবিতা লিখতে চাইলাম,
তারপর দেখতে দেখতে একটি বছর কেটে গেল।
আমি ঘোরের মাঝে একটি লাইন-ই আওড়াতে থাকলাম,
"তুমি আমায় ভালোবেসেছিলে- কোনো এক চাঁদহীন রাতে"।
তারপর আমার ক্লান্ত মগজ বিশ্রাম নেয়,
ভরা আমাবস্যার নক্ষত্রদের দিকে তাকিয়ে
কোনো সবুজ ঘাসের মাঠে, শীতল বাতাসে।
আমার অপ্রেমিক হৃদয় নেশায় বোধ হয়ে থাকে
ভরা পূর্ণিমায় নদীর বুকে, যেনো তার
একহাতে হুইস্কির বোতল, অন্যহাতে প্রেমিকার শেষ চিঠি।
তারপর ক্যালেন্ডারের পর ক্যালেন্ডার বদলায়,
আমার আর প্রেমিক হয়ে উঠা হয় না,
আমার আর কবিতা লেখা হলো না।
আমার কবিতা সেই একটি লাইনেই আটকে রইল,
তারপর কেটে গেলো আরো একুশটি বছর।
No comments:
Post a Comment