প্রিয়তমা,
জীবন আর হৃদয়ের মাঝে পার্থক্য বোঝো?
জীবন হচ্ছে একটি সমুদ্র;
সমুদ্রে আছে অজস্র প্রাণ,
সমুদ্র হচ্ছে সবিস্তর গভীর।
আর হৃদয়?
হৃদয় হচ্ছে সেই সমুদ্রের নীল পানি!
প্রিয়তমা তুমি কি জানো,
সমুদ্র থেকে পানি শুকিয়ে গেলে কি হবে?
আমি বলছি,
প্রেমিকা শব্দের আগে প্রাক্তন বসালে যা হয়।
No comments:
Post a Comment