প্রিয়তমা,
তুমি আমায় বারণ করেছিলে সিগারেট ফুকতে
এতে নাকি ফুসফুস পুঁড়ে যায়?
এখন আমি সিগারেট ফুকি না।
অথচ দেখো, এখন আমার হৃদয় পুঁড়ে যাচ্ছে
কারণ তুমিই বলেছিলে আজীবন ভালবাসতে।
বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...
No comments:
Post a Comment