অন্য চোখ শীতল- প্রেমিকা হাসে।
আমার এক কান উত্তপ্ত হয়ে আছে যন্ত্রণায়,
অন্য কানে প্রেমিকার কণ্ঠ 'ভালবাসি ভালবাসি'।
আমার এক নাসারন্ধ্রে জ্বরের উত্তাপ,
অন্য নাসারন্ধ্রে প্রেমিকার ঘন শ্বাস।
আমার মুখগহ্বর মরুভূমির মতো তৃষ্ণার্ত,
ঠোঁটে লেগে আছে প্রেমিকার ঠোঁটজোড়া।
আমার বুকের ডানপাশে ফুসফুস ভরে গেছে নিকোটিনে,
অন্যপাশে প্রাণ জেগে আছে প্রেমিকার ভালবাসায়।
আমার শরীর শুকিয়ে গেছে প্রেমহীনতায়,
আমার মন বেঁচে আছে প্রাক্তনের ভালবাসায়।
No comments:
Post a Comment