Tuesday, March 29, 2022

অপ্রেমিক হয়ে উঠা

বয়স যখন অনুর্ধ আঠারো
তখন আমার প্রেম ছিল না,
তবু আমি প্রেমিক ছিলাম।
এখন আর প্রেমিক হতে পারি না।

কৈশোরে চোখের যে লজ্জা ভয় হয়ে যেতো,
তারুণ্যে সেই লজ্জা বানাতো দুঃসাহসী।
কৈশোর তারুণ্যে ছিল প্রেমিকের চোখ,
যৌবনে মৃত আবেগ, প্রেমিকা সর্বনাশী।

প্রেমিক থেকে অপ্রেমিক হওয়া মানুষের,
বাহ্যিক কান্না আসে না। 
ভালোবাসতে ভুলে যাওয়া মানুষ,
নিজেকে খুঁজে পায় না।

No comments:

Post a Comment

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...