Tuesday, March 29, 2022

আমি একদিন প্রেমিক হবো

আমি একদিন প্রেমিক হবো,
পুরোনো ক্যাসেটের মতো আবেগ নিয়ে ভালোবেসে যাবো।
আমি একদিন প্রেমিক হবো,
এই লণ্ডভণ্ড শরীরে এলোমেলো চুল নিয়েই।
আমি একদিন প্রেমিক হবো,
পৃথিবীর সব বিষাদ মুছে দিয়ে তোমায় চুমু খাবো।

আমি একদিন ঠিক প্রেমিক হয়ে যাবো,
যেভাবে মাগরীবের আজানের সময় ঘরে ফিরে শৈশব।
যেভাবে শীতের ভোরে ঘাসেরা করে স্নান।
যেভাবে মানুষের হৃদপিণ্ড হুট করে থেমে যায়।
যেভাবে কেঁদে উঠে সদ্য জন্মানো শিশুটি।

No comments:

Post a Comment

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...