আমি শেষরাতে একটা কবিতা লিখে
পরদিন সন্ধ্যায় তোমার হাতে দিলাম,
তুমি অস্ফুটে স্বরে বললে উঠলে,
ওমা! কবিতা কোথায়? এতো দুঃখ।
তুমি আসবে বলে সেদিন বিকেলে,
একমুঠো ঘাসফুল ছিড়ে, চুড়ি বানালাম।
ভালোবেসে পরিয়ে দিলাম তোমার হাতে।
তুমি বিস্মিত হাসিতে ছুঁয়ে দেখলে, আর বললে,
তুমি না ঘাসফুল খুব ভালোবাসো? তাহলে ছিড়লে কেনো?
আমি তোমার উনিশতম জন্মদিনে দিয়েছিলাম,
একজোড়া কবুতরের আজন্ম মুক্তি।
তুমি অদ্ভুত চোখে তাকিয়ে বললে,
ওমা! আমাকে দিলে কোথায়? সেতো উড়িয়েছো।
No comments:
Post a Comment